চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র-তে সফটওয়্যার ত্রুটি
সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে প্রথম দফায় বাতিল করতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে কোন দল মুখোমুখি হবে মাঠে। ১৩ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল'র ড্র হওয়ার একটু পরেই, ভিয়ারিয়ালের প্রতিপক্ষ ঠিক করতে গিয়ে ঝামেলার সূত্রপাত।
ড্রয়ের নিয়ম অনুযায়ী, একই গ্রুপ থেকে উঠে আসা দলগুলো শেষ ষোলোতে মুখোমুখি হবে না। কিন্তু প্রথম দফায় ড্র-তে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে নাম উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের; যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছিল প্যারিস সেন্ত জার্মেইকে। ফুটবলপ্রেমীরা উল্লসিত হয়ে উঠেছিলেন এই ভেবে যে মেসি-রোনালদো মুখোমুখি হতে যাচ্ছেন। কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে তখন বাধ্য হয়েই বাতিল করা হয় প্রথম দফার ড্র। ভুলের পর রাতে পুনঃরায় অনুষ্ঠিত হয় শেষ ষোলোর ড্র।
https://twitter.com/ChampionsLeague/status/1470374360246591495?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1470374360246591495%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fsamakal.com%2Fsports%2Farticle%2F211288715%2FE0A695E0A6BEE0A6B0E0A6BFE0A697E0A6B0E0A6BF-E0A6A4E0A78DE0A6B0E0A781E0A69FE0A6BF-E0A69AE0A78DE0A6AFE0A6BEE0A6AEE0A78DE0A6AAE0A6BFE0A79FE0A6A8E0A78DE0A6B8-E0A6B2E0A6BFE0A697E0A787E0A6B0-E0A6B6E0A787E0A6B7-E0A6B7E0A78BE0A6B2E0A78BE0A6B0-E0A6A1E0A78DE0A6B0-E0A6ACE0A6BEE0A6A4E0A6BFE0A6B2
এ নিয়ে উয়েফা’র টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, 'সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রতে একটা ভুল হয়েছে। এর ফলে এই ড্র বাতিল বলে গণ্য হলো এবং স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় রাত আটটা) আবার নতুন করে ড্র অনুষ্ঠিত হবে।'
নিয়ম অনুযায়ী গ্রুপপর্বের চ্যাম্পিয়নদের শীর্ষ বাছাই করা হয়। আর রানার্স-আপদের করা হয় দ্বিতীয় বাছাই। এরপর অনুষ্ঠিত হয় ড্র।
এবার শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মেসি-নেইমারদের পিএসজি। জুভেন্টাস লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। বায়ার্ন মিউনিখ পেয়েছে রেড বুল সলবুর্গকে। অন্যদিকে বেনফিকা পেয়েছে আয়াক্সকে।
মজার ব্যাপার হলো চেলসি ভুল ড্রয়ে পেয়েছিল লিলেকে। এরপর সঠিক ড্রয়েও তারা সেই লিলেকেই পায়।
এদিকে সঠিক ড্র লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে সুযোগ দিয়েছে পুনঃরায় স্পেনে ফেরার। অ্যাওয়ে ম্যাচে দুজনেই যে খেলতে আসবেন স্পেনে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ হবে ১৫, ১৬ ও ২২, ২৩ ফেব্রুয়ারি। এরপর ফিরতি লেগ হবে ৮, ৯ ও ১৫, ১৬ মার্চ।